Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় মুক্তিযোদ্ধাদের ঘরের তালিকায় নাম নেই অসহায় মুক্তিযোদ্ধা গফফার মিয়ার?

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১:৫৫ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মুক্তিযোদ্ধাদের ঘরের তালিকায় নাম নেই অসহায় মুক্তিযোদ্ধা গফফার মিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশের প্রতিটি উপজেলায় অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হলেও নগরকান্দা উপজেলায় কোটিপতি সবল মুক্তিযোদ্ধাদের নামে ঘরের তালিকায় নাম থাকলেও নাম নেই অসহায় মুক্তিযোদ্ধাদের। সচ্ছল ধনী মুক্তিযুদ্ধাদের মধ্যে এই ঘরের তালিকায় নাম দেখা গেলেও কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের অসহায় দুস্ত মুক্তিযোদ্ধা গফফার মিয়ার নাম নেই। নাম নেই কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের মৃত মুক্তিযোদ্ধার মতিয়ার রহমান মৃধার সন্তানদের।এই ইউনিয়নের চার জন মুক্তিযোদ্বা ঘরের তালিকায় নাম রয়েছে এদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও মুক্তিযোদ্ধা নবিয়ার রহমান মৃধা পিতা নৃত হাবিবুর রহমান মৃধা গ্রাম কাইচাইল এরা অর্থ ভিত্বের মালিক। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের ঘরের তালিকায় ধনীদের প্রাধান্য দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার একটি ঘর পাওয়ার জন্য এসকল অসহায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা জেলাপ্রশাসক ফরিদপুর,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবী জানান। পাশাপাশি যাচাই বাছাই করে অসহায় মুক্তিযোদ্ধাদের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর সু ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের লোকজন জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ