পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুই দফায় ৮ দিন রিমান্ড শেষেও রায়হান হত্যা মামলায় গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল হারুনুর রশীদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি আদালতে। ২য় দফা রিমান্ড শেষে গতকাল রোববার দুপুরে হারুনুর রশীদকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক জিহাদুর রহমান কারাগারে প্রেরণের নির্দেশ দেন তাকে। এ তথ্য জানিয়েছেন রায়হান আহমদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই›র পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম।
গত ২৯ অক্টোবর হারুনুর রশীদকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেয় পিবিআই। এই মামলায় প্রথম দফায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। এর আগে আরেক পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকেও দুই দফায় ৮ দিনের রিমান্ডে নেয় পিবিআই। তবে এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেননি তিনি। রায়হান হত্যা মামলায় এ এস আই আশেক-ই এলাহিকে গ্রেফতার করে গত ২৯ অক্টোবর ৫ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।
এদিকে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এস আই আকবর এখনো পলাতক। একাধিক সূত্র জানিয়েছে, সে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। এমনকি ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা। তাকে সহায়তা করে হেলাল আহমদ নামে এক চোরাকারবারি। আকবরের সঙ্গে তার খালাতো ভাই পরিচয়দানকারি সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানও পালিয়ে গেছেন ভারতে বলে জানা গেছে। ইতোমধ্যে হেলালের মাধ্যমে আকবর ও নোমান যে দেশ ছেড়েছেন- তা নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা ও মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হেলালকে ২২ অক্টোবর একটি মামলায় গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন ভূঁইয়া কৌশলে গা-ডাকা দেন। ১৩ অক্টোবর বিকেলে এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পরই ওইদিন রাত থেকে লাপাত্তা হয়ে যান তিনি। এর আগে মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি রাস্তার মুখে ফুলকলি নামের একটি মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজে রাত ৯টা ১৫ মিনিটের সময় সমবয়সী আরেক ব্যক্তির সঙ্গে নাশতা করতে দেখা যায় আকবরকে। ওইসময় তিনি মোবাইল ফোনে কার সঙ্গে যেন কথা বলছিলেন।
ফাঁড়ির টুআইসি এস আই হাসান উদ্দিন ও সিলেটের কোম্পানীগঞ্জের বুড়িডহর গ্রামের বাসিন্দা সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানের সহযোগিতায় ওই কাজটি করেন তিনি। ইতোমধ্যে হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আকবরকে পালাতে সহযোগিতাকারীদের খোঁজে বের করতে তদন্তে নামে পুলিশ সদর দফতরের একটি টিম। পাশাপাশি আকবরের অবস্থান নিশ্চিতে কাজ শুরু করে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, আকবরকে পালাতে সহায়তাকারী হেলাল নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তাকে অন্য একটি মামলায় করা হয়েছে গ্রেফতার। তবে আকবর ও নোমান কোন জায়গায় রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
একটি সূত্র জানায়, খালাতো ভাই আবদুল্লাহ আল নোমান আকবরকে নিয়ে ১৪-১৫ অক্টোবরের মধ্যে চোরাকারবারি হেলাল আহমদের বাড়ি যান। হেলাল উপজেলার বরমসিদ্ধিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল করিমের পুত্র। নোমানের ঘনিষ্ঠজন হেলাল তাকে সহযোগিতা করে। হেলাল বিয়ে করেছেন ভারতের বড়পুঞ্জি বাজার এলাকার আরাকান নামে এক খাসিয়া মেয়েকে। সেই সুবাদে তার অবাধ যাতায়াত ভারতে। সিলেট থেকে পালিয়ে কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামে প্রথমদিন আকবর ও নোমান অবস্থান করেন। পরদিন মোটরসাইকেলে হেলালের বাড়িতে রাত যাপন করেন তারা। ওইদিন সকালে সীমান্ত ১২৫৫নং পিলার এলাকা দিয়ে আকবর ও নোমান পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২২ অক্টোবর দুপুরে পুলিশের একটি বিশেষ দল গ্রেফতার করে হেলালকে। তবে এস আই আকবর পলায়নে তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করছে পিবিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।