মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের রাজধানী তেহরানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়ে, ঘোরাঘুরি এবং সভা-সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে করোনার তৃতীয় দফা ঢেউয়ের কারণে গত শনিবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন করে করোনা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। গত বুধবার থেকে দেশটির ৩১টি প্রদেশের ২৫টিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পুলিশ বিউটি সেলুন, চায়ের দোকান, সিনেমা হল, লাইব্রেরি ও জিমনেশিয়ামসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। অতি ঝুঁঁকিপূর্ণ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে পুলিশ। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
উপস্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ২৫টি প্রদেশের ৮৯ জেলায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব এলাকার স্কুল, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি ও মসজিদ বন্ধ থাকবে। সূত্র : আল-জাজিরা, আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।