মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত সশরীরে ও পোস্ট অফিসের মাধ্যমে ভোট দিয়েছেন ৯ কোটি ১৬ লাখের বেশি মার্কিন ভোটার। এরমধ্যে ৬ কোটির বেশি ভোটগ্রহণ হয়েছে ডাক বিভাগের মাধ্যমে। আর ৩ কোটির কিছু বেশি ভোটার স্বশরীরে নিজ নিজ শহরের টাউনহল ও সিটিসেন্টারে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। -এনপিআর, এডিসন রিসার্চ
বিশেষজ্ঞরা বলছেন, এবছরের নির্বাচনে নিশ্চিতভাবেই মার্কিন নির্বাচনী ইতিহাসের সর্বোচ্চ ভোট পড়তে যাচ্ছে। ২২ কোটি ভোটারের মধ্যে কমপক্ষে ১৭ কোটি ভোটার এবার ভোট দেবেন বলে মনে করা হচ্ছে। গতবার ভোট পড়েছিলো প্রায় পৌঁনে ১৩ কোটি। এরমধ্যে ট্রাম্প পেয়েছিলেন ৬ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৮২৮ ভোট। আর হিলারি ক্লিনটন পেয়েছিলেন ৬ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৫১৪ জন। পরে অবশ্য ৩০৪ ইলেক্টরাল ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। এখন পর্যন্ত যে পরিমাণ ভোট পড়েছে, তা যুক্তরাষ্ট্রের মোট রেজিস্ট্রিকৃত ভোটারের ৪৩ শতাংশ। ১৬টি রাজ্যে তাদের মোট ভোটারের অর্ধেকের বেশি ইতোমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। হাওয়াই ও টেক্সাসে ভোট পড়েছে ২০১৬ সালের মোট ভোটের চেয়েও বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।