প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘পিছুটান’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী লুবনা লিমি। গানের কথা লিখেছেন সুজন বড়–য়া সামি এবং সুর সঙ্গীত করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘গানটি নিয়ে আমি আশাবাদী। চেষ্টা করেছি নিজের মনের মতো গাইবার। প্রেমে বিরহের গানটি অসাধারণ হয়েছে। লুবনা লিমি জানান, শিগগিরই পিছুটান’ গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এদিকে এখনো স্টেজ শো’তে নিয়মিত হননি লুবনা লিমি। লুবনা লিমি বলেন, ‘করোনা পরিস্থিতি আরো একটু স্বাভাবিক হলেই হয়তো স্টেজ শো’তে ফিরবো। আরো কিছুটা সময় নিতে চাই। ময়মনসিংহের মুমিনুন্নেসা কলেজ এবং আনন্দ মোহন কলেজ থেকে লুবনা লিমি পড়াশুনা শেষ করেছেন। বিভিন্ন সময়ে গানের তালিম নিয়েছেন ময়মনসিংহের ওস্তাদ মাসুদ করিম, আনোয়ার হোসেন আনু, সুমিতা নাহা’সহ আরো অনেকের কাছে। গানে তার পারদর্শিতার কারণে এক সময় ময়মনসিংহ ক্যাডেট কলেজেও শিক্ষার্থীদের গানে প্রশিক্ষণ দিয়েছেন। তার রয়েছে তিনটি একক অ্যালবাম। সেগুলো হচ্ছে ‘সত্যি বলছি ছয়’,‘ একটুখানি ঘুম’ ও ‘গান গল্প ভালোবাসা’। তার প্রথম মৌলিক গান ছিলো ‘অচেনা মানুষ’ যা তার নিজেরই লেখা ও সুর করা। সঙ্গীতায়োজন করেছিলেন তানভীর আলম সজীব। লুবনা লিমি’র অনেক গান প্রকাশিত হবার পর শ্রোতাপ্রিয়তা পেয়েছে। যার অধিকাংশই তার লেখা ও সুর করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।