Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার কোটি অতিক্রম করলো কণার মিউজিক ভিডিও ইচ্ছেগুলো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ইউটিউবে সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার গানের ভিউ অনেক আগেই কোটি ঘর পার হয়েছে। তার কোনো কোনো গানের ভিডিও পাঁচ আর সাত কোটির ঘরও অতিক্রম করেছে। হিসাবটি টাকার নয়, ভিউ-এর। তার গাওয়া ‘দিল দিল’ অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও সিঙ্গেল বা আধুনিক গান। গত ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ মিউজিক ভিডিওটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভির ইউটিউব চ্যানেলে। সিএমভির প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা নাহলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি। এমন গান আরও করতে চাই। গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। এদিকে সাত মাস পর সম্প্রতি স্টেজ শো আর রেকর্ডিং-ও শুরু করেছেন কণা। তবে সেটা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইচ্ছেগুলো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ