Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্ক্রিম ফাইভ’ নিয়ে সংশয়ে নেভ ক্যাম্বেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

অভিনেত্রী নেভ ক্যাম্বেল জানিয়েছেন আসন্ন ‘স্ক্রিম ফাইভ’ চলচ্চিত্রে তার রূপায়িত দর্শকপ্রিয় সিডনি প্রেসকটের ভূমিকায় ফিরতে তার সংশয় হচ্ছে। হরর ফিল্মটিতে ফেরার পেছনে তার দ্বিধা অবশ্য এক বিশেষ কারণে। মাস্টার অফ হরর ওয়েস ক্রেভেন ১৯৯৬ সারে মূল স্ল্যাশার হরর ফিল্মটি পরিচালনা করেছিলেন। ফিল্মটিতে তার সঙ্গে অভিনয়শিল্পী তালিকায় ছিলেন কোর্টনি কক্স এবং ডেভিড আর্কেট। প্রথম ফিল্মের সাফল্যে ১৯৯৭, ২০০০ এবং ২০১১ সালে আরও তিনটি ফিল্ম মুক্তি পায়, সবগুলো ক্রেভেনের পরিচালনায়। ক্রেভেন ২০১৫তে ক্যান্সার আক্রান্ত হয়ে ৭৫ বর বয়সে মারা যান। পঞ্চম পর্বটি পরিচালনা করবেন ম্যাট বেটিনেলি-অলপিন এবং ‘রেডি অর নট’ খ্যাত টাইলার জিলেট। কক্স আর আর্কেটের সঙ্গে নতুন পর্বে ফিরতে পারছেন বলে তিনি রোমাঞ্চিত তবে ক্রেভেন পরিচালনায় থাকছেন না বলে তিনি কিছুটা সংশয়ে আছেন। “নতুন কাস্ট আর পরিচালকদের নিয়ে আমি রোমাঞ্চিত, তবে ওয়েস ক্রেভেন থাকছেন না বলে আমি কিছুটা দ্বিধায় আছি,” ক্যাম্বেল (৪৭) বলেন। “তবে নতুন পরিচালক দুজন আমার সঙ্গে দেখা করেছে, তারা চিঠিতে জানিয়েছে এই ফিল্মগুলোর জন্য তারা নির্মাণে অনুপ্রেরণা পান। তারা জানিয়েছেন ওয়েসের কাজের উত্তরসূরি হিসেবে তার প্রতি সুবিচার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, আমি তাই আনন্দিত,” তিনি বলেন। মেলিসা বারেরা, জেনা ওর্টেগা, জ্যাক কোয়েড, ডিলান মিনেট আর অন্যদের নিয়ে পঞ্চম পর্ব ২০২২-এর ১৪ জানুয়ারি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেভ-ক্যাম্বেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ