Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের বন্ধ মসজিদগুলো খুলে দিতে হবে -মানববন্ধনে ছাত্র জমিয়ত বাংলাদেশ

ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদ------

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী বন্ধ করতে হবে। ফ্রান্সে বন্ধকৃত সকল মসজিদগুলো অবিলম্বে খুলে দিতে হবে। মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের দায়ে ফান্সের প্রেসিডেন্টক ম্যাখোঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সুহাইল আহমদ, মুফতী নুরুজ্জামান, হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী,আব্দুল্লাহ আল ফাহাদ, আবু হানিফ, মুহাম্মদ আরাফাত ও আতিকুর রহমান। নেতৃবৃন্দ বলেন, সারাবিশ্বের মুসলমানগন স্বতঃস্ফূর্তভাবে ফ্রান্সের পণ্য বর্জন করতে শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁকে এ গর্হিত কাজের জন্য মুসলিমবিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের পরিণাম শুরু হবে না। তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে মহানবীর অবমাননার জন্য প্রতিবাদ জানাতে হবে। আগামী সংসদ অধিবেশনে এ জন্য নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ