বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর মির্জাগঞ্জে মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের এক সদসকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বটতলা গ্রাম্য বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিন মির্জাগঞ্জ গ্রামের মোঃ আব্দুস সোবাহান মিরার ছেলে মোঃ মিজানুর রহমান মিরা (৩৫)।
পুলিশ জানায়, মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিকাশ একাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছ থেকে কৌশলে গোপন পিন, কোড নম্বর সংগ্রহ করে নিজেদের একাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে প্রতারণা করে আসছিল মিজানুর। শনিবার বটতলা হাওলাদার বিকাশ এজেন্টের দোকানে গিয়ে নিজেকে বিকাশ অফিসের কর্মচারী পরিচয় দেয় এবং একটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে তাকে বিকাশের কর্মচারি বলে দোকানদারের মোবাইল ও সিম দেওয়ার জন্য বলে। যদি না দেওয়া হয় তাহলে সিম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। দোকানদার সিম না দিয়ে তাকে বসতে বলে কৌশলে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি তার ফোন ও সিম কার্ড জব্দ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলাম বলেন, প্রতারণার আইনে আটকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।