Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশ একাডেমীতে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

রাজশাহীর সারদায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

গত বৃহস্পতিবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত সারদায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমীতে ধারণকৃত ইত্যাদি পুনঃপ্রচার করা হবে। প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার প্রটার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। দায়িত্বের মাহাত্ম্যকে মহিমান্বিত করতে সেবার প্রথম পাঠ পুলিশ এই পুলিশ একাডেমীতেই শিখে। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমীকে নিয়ে দু’টি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে রাজশাহীর সীমান্ত ঘেঁষা বাংলাদেশের ছোট্ট গ্রাম-চর খিদিরপুরের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে একটি মানবিক প্রতিবেদন। বিলুপ্ত প্রায় পাখী শকুন এবং এর সংরক্ষণের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। মানুষের পারাপারের দুর্ভোগ লাঘবের জন্য বগুড়ার জাহিদুল ইসলামের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। জাহিদুলের কষ্ট লাঘব ও কাজকে আরো গতিশীল করার জন্য অনুষ্ঠানে জাহিদুল ইসলামকে একটি মটর সাইকেল উপহার দেয়া হয়। রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত একটি শিশু সদনের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। শিশু সদনটির আস্তরবিহীন দেয়ালগুলোতে আস্তর করার জন্য জনাব ডা. শামসুদ্দিন ও মেহেরুন্নেসার হাতে দুই লক্ষ টাকার একটি চেক তুলে দেয়া হয়। এবারের বিদেশি পর্বে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রীসের রাজধানী এথেন্স এবং গ্রীসের ইভজোন্স নামক সেনাদলের একটি সচিত্র প্রতিবেদন। এবারের ইত্যাদিতে গীতিকবি মনিরুজ্জামান পলাশ এর কথায়, হানিফ সংকেত এর সুরে, মেহেদীর সঙ্গীতায়োজনে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমীরই প্রশিক্ষণরত দেড় শতাধিক পুলিশ সদস্য। নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি’র-পুনঃপ্রচার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ