Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোমিনের সুরে আসছে নতুন দশ গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

এম এ মোমিন রাজধানীর সরকারী সঙ্গীত কলেজের একজন শিক্ষক। সঙ্গীত কলেজ থেকেই বি মিউজিক ও এম মিউজিক সম্পন্ন করে ২০১৭ সালের মার্চ মাস থেকে তিনি সরকারী সঙ্গীত কলেজেই নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে একজন শিক্ষক হিসেবে যাত্রা শুরুর আগে থেকেই একজন সঙ্গীতশিল্পী হিসেবে তিনি পরিচিত। প্রথম তিনি গান শিখেন বগুড়ার রিপন দত্তের কাছে। পরবর্তীতে মোমিন স্বপন দত্ত, মফিজুর রহমান, সঞ্জীব দে, এম এ শোয়েব, শহীদুল ইসলাম সুমন ও ফেরদৌস আরার কাছে বিভিন্ন সময়ে গানের তালিম নিয়েছেন। তার প্রথম প্রকাশিত মৌলিক গান ‘আকাশ ভরা তারা’। গানটি লিখেছিলেন মোমিন ও কনক, সুর করেছিলেন মোমিন নিজেই। এটি গাজী টিভিতে প্রচার হয়েছিলো ২০১১ সালে। পরবর্তীতে ‘ঘোমটা পড়া চাঁদ’, ‘তুমি চলে গেছো বলে’সহ চলচ্চিত্র ‘শেষ কথা’য় প্লে-ব্যাক করেছেন। আজিজুল হাকিম পরিচালিত ‘ভূতের নাম একা’ টেলিফিল্মে একটি গানে কন্ঠ দেন। মোমিন জানান, এছাড়াও বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন নাটকেও গান গেয়েছেন। তবে এখন মোমিন ব্যস্ত নিজের সুরে দশটি গানের কাজ নিয়ে। সবগুলো গানই লিখেছেন শামসুল আলম। গানগুলোর সঙ্গীতায়োজন করছেন কে এইচ রিপন। এরইমধ্যে মোমিনের সুরে গান গেয়েছেন সোহেল মেহেদী, এম এ মোমিনের স্ত্রী আশা খন্দকার, সূচিতা, অনন্যা। মোমিন জানান, তিনি নিজেও এই প্রজেক্টের দু’তিনটি গানে কন্ঠ দিবেন। প্রতিটি গানের কথা ও সুর নিয়ে ভীষণ আশাবাদী মোমিন। গানগুলো তারই তত্ত্বাবধানে পরিচালিত নতুন একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে জানান তিনি। নতুন দশটি গান এবং সঙ্গীত নিয়ে মোমিন বলেন, আমার সুরে দশটি গান আমার স্বপ্নের একটি প্রোজেক্ট। প্রত্যেক শিল্পী বেশ আন্তরিকতা নিয়ে গানগুলো গাইছেন। তবে বড় স্বপ্ন দেখছি আন্তর্জাতিক মানের একটি সঙ্গীত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। যেখানে ওয়েস্টার্ন মিউজিক শেখানোর পাশাপাশি সবধরনের মিউজিক সম্পর্কেই আগ্রহীদের শিক্ষা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোমিনের-সুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ