যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন আমিরাতে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ। গত বুধবার তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের নানা সমস্যা ও করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আরব আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা খোলা সম্পর্কে, বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি এবং প্রবাসী পরিবারের সন্তানদের ভর্তি ও চাকরির কোটা প্রবর্তন প্রসঙ্গেও আলোচনা করা হয়। রাষ্ট্রদূত দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে আরব আমিরাতের আইন-কানুন মেনে চলার আহবান জানান এবং প্রবাসীদের যেকোনো সমস্যায় সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ আমজাদ হোসেন, উপদেষ্টা ডা. নুরুল আমিন, উপদেষ্টা এইচ এম ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, অর্থ সম্পাদক মুসা মোহাম্মদ তাবু গাজী ও মিডিয়া সম্পাদক আলীনুর রহমান খান প্রমূখ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।