রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এমএ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) থেকে
পুরো সিজনেও মুখে হাসি নেই নওগাঁর মহাদেবপুরের খোলশানি ব্যবসায়ীদের। নদী-নালা ও খাল-বিলে মাছ না থাকায় হাটবাজারে খোলশানি বিক্রি কমে যাওয়ায় এ পেশার সাথে সম্পৃক্তদের সংসারে নেমে এসেছে দুর্দিন। খোলশানি তৈরি ও বিক্রি পেশার সাথে জড়িত উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লোকমান আলী। বিগত ৬-৭ বছর ধরে তিনি এ কাজ করে সংসার চালাচ্ছেন। খোলশানি বিক্রি কমে যাওয়ায় এখন তার সংসারে নেমে এসেছে দুর্দিন। নদী-নালা ও খাল-বিলে মাছ না থাকায় তার মতো অনেকেরই সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পেশার সাথে জড়িতরা জানান, একটি খোলশানি তৈরি করতে আগে খরচ হতো ৮০ থেকে ৯০ টাকা। একই খোলশানি তৈরি করতে এখন খরচ পড়ছে ২০০ থেকে ২২০ টাকা। খোলশানি তৈরির অন্যতম উপকরণ বাঁশের দাম বৃদ্ধি পাওয়ায় এর মূল্য বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। মান অনুযায়ী একটি খোলশানি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। নদী-নালা ও খাল-বিলে পর্যাপ্ত মাছ থাকলে বেশি দাম হলেও খোলশানি বিক্রিতে কোনো অসুবিধা হয় না। বিগত বছরগুলোতে প্রচুর খোলশানি বিক্রি হতো। কিন্তু এ বছরের চিত্র উল্টো। খাল-বিলে মাছ আছে, কিন্তু একেবারেই কম। এ কারণে মানুষজন খোলশানি ক্রয় করতে চাচ্ছেন না। খোলশানি দিয়ে অনেকেই বাণিজ্যিকভাবে মাছ শিকার করেন। তারা একসাথে অনেকগুলো খোলশানি ক্রয় করে থাকেন। সেই ব্যবসায়ীদেরও বাজারে এবার দেখা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।