Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে দুদকের ৩ অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ অভিযান পরিচালিত হয়। দুদক সূত্র জানায়, সিলেটে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। বগুড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। দুদক বগুড়া জেলা কার্যালয় থেকে ধুনট উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম ধুনট উপজেলার সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত নির্মিত ১ দশমিক ৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান খতিয়ে দেখে। এছাড়া ময়মনসিংহ পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি, হয়রানি ও পাসপোর্ট ফরম গ্রহণ হতে পাসপোর্ট প্রদানের বিভিন্ন স্তরের বাড়তি অর্থ আদায়ের একাধিক অভিযোগে এবং চট্টগ্রামের বোয়ালখালীতে নামজারি ও অন্য সেবা প্রদানে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ থেকে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ