মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরাসরি কোনও চুক্তি নেই। কিন্তু দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে বিশ্বের আরও অনেক দেশের মতোই আলাদা রাষ্ট্রের সম্মান দেয় যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সঙ্গে দেশটির বেশ কিছু অলিখিত সম্পর্কও রয়েছে। বিভিন্ন সময়ে তাইওয়ানের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। বাণিজ্য থেকে অস্ত্র সবরকম সম্পর্কই আছে দু’দেশের মধ্যে। সোমবার চীনের উপর চাপ বাড়াতে তাইওয়ানকে ১০০টি হারপুন ক্ষেপণাস্ত্র বা কোস্টাল ডিফেন্স সিস্টেম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন চীন-মার্কিন সম্পর্কের আরও অবনতি না ঘটাতে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিক্রি বন্ধ করার আহŸান জানান। তিনি বলেন, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে সোমবার চীন হুঁশিয়ারি জানিয়ে বলেছিল, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্রবিক্রিতে জড়িত হলে লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্সসহ যুক্তরাষ্ট্রের কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।