মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিশোর আত্মহত্যা
স‚র্যোদয়ের দেশ জাপানে ২০১৯ সালে কিশোরদের আত্মহত্যার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে বলে সরকারি তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপে বলা হয়, ২০১৯ সালে আত্মহননকারী কিশোরের সংখ্যা ছিল ৬৫৯। তা আগের বছরের তুলনায় ৬০ জন বেড়েছে। গত ২০ বছরে এটি সর্বোচ্চ। তবে বয়স্কদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমেছে ১ দশমিক ৬ শতাংশ। জাপান টাইমস।
প্রতিরক্ষামন্ত্রী আহত
স্বঘোষিত প্রজাতন্ত্র নাগারনো-কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী জালাল হারুতিয়ান মারাত্মক আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, চলমান একটি গাড়ীতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এই গাড়ীতেই স্বঘোষিত প্রজাতন্ত্র কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বলে দাবি করেছে আজারবাইজান। আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখ অঞ্চলের স্থানীয় সরকার তাদের প্রতিরক্ষামন্ত্রী আহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে। পার্সটুডে।
হ্যাক হলো
সামান্য সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার ওয়েবসাইট হ্যাক করা হলো। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। নির্বাচনের এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ‘এই ওয়েবসাইটটি জব্দ করা হয়েছে’, ওয়েবসাইট খুললেই এই বার্তা আসছিল। যেখানে তহবিল তোলার আবেদন করা হয়ে থাকে, সেখানেই এই বার্তা দেখা যাচ্ছিল। হ্যাকারদের বার্তায় আরো লেখা ছিল, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে যথেষ্ট ভুয়া খবর ছড়িয়েছেন।’ নিউইয়র্ক টাইমস।
ক্ষমা প্রার্থনা
কাতারের দোহা’য় ১০টি ফ্লাইটের নারীদের দেহ আপত্তিকরভাবে তল্লাশির অভিযোগ তদন্ত করবে কাতার। এরই মধ্যে এই ইস্যুতে উত্তপ্ত হয়ে পড়েছে কাতার ও অস্ট্রেলিয়ার সম্পর্ক। উদ্ভ‚ত পরিস্থিতিতে কাতার সরকার ক্ষমা চেয়েছে। উল্লেখ্য, গত ২রা অক্টোবর হামাদ বিমানবন্দরের একটি বাথরুমে পাওয়া যায় একটি সদ্যপ্রস‚ত নবজাতককে। কোন নারী ওই সন্তান প্রসব করেছেন তা
যাচাই করার উদ্যোগ গ্রহণ করে কর্তৃপক্ষ। ফলে ১০টি ফ্লাইটের নারীদের শরীর চেক করা হয়। বিবিসি।
রামদাস আক্রান্ত
ভারতে করোনা পর্বের শুরুর দিকেই তার সেøাগান শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। করোনা রুখতে তিনি সেøাগান তুলেছিলেন ‘গো করোনা গো’। গানের মতো করে দেয়া সেই সেøাগান রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শেষ রক্ষা হল না। সেøাগান দিয়ে করোনা রুখতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি নিজেই। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাসকে দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার থেকেই তিনি শরীর ব্যথা অনুভব করেন, সেইসঙ্গে ছিল কাশি। এরপরই করোনা পরীক্ষা করানো হয় তার। সেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত ফেব্রæয়ারিতে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে চীনের কনসাল জেনারেল তাং জি ইউও ও বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে এক প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন আটওয়ালে। সেখানেই তিনি সেøাগান দেন, ‘গো করোনা গো’। মুহ‚র্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই সেøাগান নিয়ে বিতর্কও মাথাচাড়া দেয় দেশজুড়ে। যদিও নিজের সেই সেøাগান নিয়ে এখনও আত্মবিশ্বাসী আটওয়ালে। অনেক পরেও তিনি বলেন, ‘আমি যে সেøাগান সেই ফেব্রæয়ারিতে দিয়েছিলাম, সেই সেøাগানই এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে’। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।