মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হজরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। -আরব নিউজ
সোমবার (২৬ অক্টোবর) রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি বলেন, ম্যাক্রোঁর ইসলামকে অবমাননা করে দেয়া বক্তব্যের জন্য তার প্রতি বিশ্বব্যাপি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক সুবিধা নিতেই এ ধরনের বক্তব্য দিয়েছেন। আরব নিউজের খবরে আরও বলা হয়, ইউরোপীয় মানবাধিকার আদালত থেকে দেয়া ২০১৮ সালের এক রায়ের কথা উল্লেখ করেন তিনি বলেন, মহানবী (সা.) এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তার উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।