রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের উত্তর তারাবুনিয়া গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে বখাটেদের হামলার শিকার হয়ে পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী (১৩) রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই বখাটেদের বিরুদ্ধে রাজাপুর থানায় গতকাল শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ওই ছাত্রীর লেখাপড়া বন্ধ রয়েছে। এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ কাউকে গ্রেফতার না করায় বখাটেদের হুমকিতে ওই ছাত্রীর পরিবার আতঙ্কে রয়েছে। জানা যায়, উত্তর তারাবুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে হেলাল হোসেন দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে হেলাল ও তার সহযোগী উত্তর তারাবুনিয়া গ্রামের সোবাহানের ছেলে জাফর ওই ঘরের জানালা ভেঙে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হেলাল ও জাফর ওই ছাত্রীকে বেধড়ক মারধর ও পিটিয়ে ফুলা জখম করে। পরে তাকে টেনে হেঁচড়ে ঘরের বাহিরে নামালে ওই ছাত্রীর ডাক-চিৎকারে তার বোন এদিয়ে এলে তাকেও মারধর করে এবং ঘর ভাঙচুর করে বখাটে হেলাল, জাফর, বেল্লাল, মালেক ও পারভীন বেগমসহ মামলায় আরও ২/৩ জন বলেও অভিযোগে উল্লেখ্য করা হয়। এ ঘটনার শিকার ওই ছাত্রী রক্ত বমি করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।