Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এমএলএম ব্যবসার নামে প্রতারণা মূলহোতাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে মূলহোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, সোপান হসপিটাল লিমিটেডের জয়েনিং ফরম, নগদ ৪৭ হাজার ৪০০ টাকা, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণালব্ধ ৫৯ লাখ ২৬ হাজার ৫৯৪ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সোপান প্রডাক্ট লিমিটেড (এসপিএল) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী মহিউদ্দীন (২৭), ডিরেক্টর ফাইন্যান্স আনিছুর রহমান (৩৭) ও ডিরেক্টর মার্কেটিং মো. হারুনুর রশীদ (৩৭)।
গতকাল সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, সাধারণ মানুষদের বিশ্বাসযোগ্য করে তোলার জন্য চক্রটি রাজধানীর মিরপুর ডিওএইচএসে অফিস নেয়। যাতে করে সাধারণ মানুষ তাদের কাছে বিনিয়োগ করতে কোনো সংকোচবোধ না করে। গত আট মাসে মূলধনসহ ২৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করে এমএলএম ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতারক চক্রটি। তারা সরকারি চাকরিজীবী ও ধর্নাঢ্য ব্যক্তিদের টার্গেট করে সদস্য করতো।
তিনি আরো জানান, গত আট মাসে সোপান প্রডাক্ট লিমিটেড (এসপিএল) প্রতিষ্ঠানের তিন প্রতারক বিনিয়োগের ২৫ শতাংশ বেশি মূলধন দেওয়ার প্রলোভন দিয়ে এক হাজার ৪২৭ জন মানুষের কাছ থেকে ছয় কোটির বেশি টাকা হাতিয়ে নেয় এ চক্রটি।



 

Show all comments
  • সুলতান ২ নভেম্বর, ২০২০, ৫:০৯ পিএম says : 0
    টাকা কি গ্রাহককে ফেরত দেওয়া হবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ