Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঙ্গুল ভেঙে কপাল পুড়ল হেনরির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ম্যাট হেনরির খেলা নিয়ে শঙ্কা জেগেছে। নিউ জিল্যান্ডের এই পেসারের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল ভেঙে গেছে।
ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ক্যান্টারবুরির হয়ে খেলছেন হেনরি। নেটে ব্যাটিং অনুশীলনের সময় চোট পান ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যান্টারবুরির ফিজিও টিম ডমভিশ জানান, এরই মধ্যে হেনরির এক্স-রে করানো হয়েছে এবং তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। পুরোপুরি ফিট হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে এই পেসারের।
ক্যারিবিয়ানদের বিপক্ষে আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে কিউইদের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেনরির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি অংশেও তাকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা। এরপর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সমান সংখ্যক ম্যাচের সিরিজ খেলবে দলটি।
গত জানুয়ারিতেও আঙ্গুলে চোট পেয়েছিলেন হেনরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনে বাঁ হাতের বৃদ্ধা আঙ্গুলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ