Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

করোনা ধরা পড়ায়

পার্লামেন্ট ভবনে কর্মরত এক পুলিশ কর্মকর্তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর পার্লামেন্ট ভবন বন্ধ করে দিয়েছে শ্রীলংকা সরকার। দেশটিতে স¤প্রতি নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই দিন পার্লামেন্ট ভবন বন্ধ রাখা হবে এবং এ সময়ে ভবনকে সংক্রমনমুক্ত করা হবে। পার্লামেন্টের নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মকর্তা নরেন্দ্র ফার্নান্দো এ কথা জানিয়েছেন। এপি, এসএএম।


৫ তালেবান নিহত
আফগানিস্তানের মধ্যাঞ্চলে তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে পাঁচ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লিগেট সোমবার টুইটে বলেন, দুই দশকের যুদ্ধ অবসানের চেষ্টায় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সই হওয়া চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে আফগান নিরাপত্তা বাহিনীকে রক্ষার জন্য বারদাক প্রদেশের নেরক জেলায় রাতের বেলা এই হামলা চালানো হয়। ভিওএ।


আরেকবার
যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা জিততে পারে, তবে তিনি আবারো হাউস স্পিকার হতে চান। আরেকটি মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করতে ভীষণ আগ্রহী বলে জানিয়েছেন। ডেমোক্র্যাটদের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদের প্রধানের পদে থাকার সৌভাগ্য আরেকবার হতে পারে বলে তিনি মনে করছেন। যদি তার দল জেতে তবে মার্কিন হাউস স্পিকার হিসাবে তিনি আরও একটি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এনডিটিভি।


১০ কোটিতে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন ছয় কোটি ২০ লাখ ভোটার। ২০১৬ সালের চেয়ে এ সংখ্যা এক কোটি ২০ লাখ বেশি। এমনটাই উঠে এসেছে এনবিসি নিউজ ডিসিশন ডেস্ক/টার্গেট স্মার্ট-এর সমীক্ষায়। তাদের মতে, এবার যুক্তরাষ্ট্রে আগাম ভোটের সংখ্যা ৯ থেকে ১০ কোটিতে পৌঁছাবে। অর্থাৎ ৩ নভেম্বরের আগেই এতো সংখ্যক মানুষ আগাম ভোট দিয়ে ফেলবেন। ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট পড়েছিল পাঁচ কোটি। তবে এনবিসি নিউজ ডিসিশন ডেস্কের অনুমান সত্য হলে এবার এ সংখ্যা হবে তার দ্বিগুণ। এনবিসি নিউজ।


সবার পেছনে ভারত
স্থায়ী অভিবাসনের গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যে সবার থেকে পিছিয়ে রয়েছে ভারত। বিশ্বজুড়ে ৬০টি দেশের মধ্যে জরিপ চালিয়ে এ তালিকা প্রণয়ন করেছে ইন্টারন্যাশনস ইন্টারন্যাশনাল। এই তালিকায় সর্বশেষ অর্থাৎ ৬০ নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সবশেষ তিন দেশের মধ্যে রয়েছে মিসর (৫৮তম) ও কুয়েত (৫৯তম)। তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেমন ওমান (২১তম), সংযুক্ত আরব আমিরাত (২২তম), ইসরাইল (২৩তম), বাহরাইন (২৯তম), তুরস্ক (৪২তম) এবং সউদী আরব (৪৯তম) থেকে পিছিয়ে আছে। আরব টাইমস।


সংবিধান বাতিল
দক্ষিণ আমেরিকার দেশ চিলির সামরিক একনায়ক জেনারেল আগুস্তো পিনোশের শাসনামলে তৈরি সংবিধান বাতিল করে, নতুন সংবিধান রচনার পক্ষে ভোট দিয়েছে চিলি। প্রকাশিত বুথ ফেরত ফলাফল অনুযায়ী, দেশের ৭৮.২৪ শতাংশ মানুষ সংবিধান নতুন করে রচনার পক্ষে ভোট দিয়েছে। সংবিধান অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছে মাত্র ২১.৭৬ শতাংশ। বুথফেরত ফলাফল প্রকাশের পর রাতেই চিলির রাস্তায় দেখা
গেছে সংস্কারবাদী তরুণদের উল্লাস। দ্য গার্ডিয়ান।

 

অস্ত্রপূজা
সীমান্তের কাছে অস্ত্রপ‚জা করে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, চীন সীমান্তে যে পরিস্থিতি চলছে, ভারত চায় তা শেষ হোক। শান্তি বজায় থাকুক। আমার সম্প‚র্ণ ভরসা রয়েছে যে, আমাদের সেনা জওয়ানরা কোনো পরিস্থিতিতেই দেশের এক ইঞ্চি জমিও অন্য কারো হাতে যেতে দেবেন না। রোবাবার শিলিগুড়ির কাছে সুকনা সেনাছাউনি ‘ওয়ার মেমোরিয়ালে’ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন। এবিপি।


১০ বছর
মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, প্রাণঘাতী এ ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয় এবং নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করে। ৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। এতে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ