Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ ৮ মাস পর সরকারী সফরে প্রবাসী কল্যানমন্ত্রী এখন সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ৩:৫১ পিএম

দীর্ঘ ৮ মাস পর সরকারি সফরে সিলেট এসেছেন পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার দুপুর ১২টা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌছান মন্ত্রী। এসময়ে মন্ত্রীকে এয়ারপোর্টে শুভেছা জানান, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফার“ক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদ সহ নেতৃবৃন্দ। সরকারী এ সফরে সিলেটের বিভিন্ন সরকারী কর্মকর্তারদের নিয়ে বৈঠক ও সিলেটের নানা দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করবেন ও উন্নয়নের প্রকল্পের কাজের পরিদর্শন করবেন। সরকারি এই সফর মন্ত্রীর সাথে থাকবেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। সরকারি সফর শেষে আগামী শনিবার ১১ টা ২০ মিনিটে বিমান যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী কল্যাণ মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ