Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তি পৌরসভা নির্বাচন পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকা

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বি এম হান্নান, চাঁদপুর থেকে : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচন জমে উঠতে শুরু করেছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। প্রচার-প্রচারণায় কর্মী-সমর্থকদের পদভারে মুখরিত পুরো পৌর এলাকা। আগামী ১৫ ফেব্রুয়াফর শাহরাস্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৬২ জন প্রার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌরসভার প্রতিটি ওয়ার্ড। নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকার প্রত্যন্ত অঞ্চল। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের আনাচে-কানাচে চলছে মাইকিং ও সাউন্ড সিস্টেমে প্রচারণা। কাকডাকা ভোরে প্রার্থীরা পৌর এলাকার প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দোয়া ও ভালোবাসা নিয়ে তাদের মন জোগাতে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শাহরাস্তি পৌরসভায় মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি ও জামায়াত কোন প্রার্থী দেয়নি। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দু’মেয়র প্রার্থী ইতিমধ্যে ১২টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে আলাদা- আলাদাভাবে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা দল বেঁধে লিফলেট ও প্রতীক সম্বলিত পোস্টার বিতরণ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। গত ৩০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। মেয়র পদে বিএনপি মনোনীত বর্তমান মেয়র মো. মোস্তফা কামালকে ধানের শীষ এবং আওয়ামী লীগের হাজী আবদুল লতিফকে নৌকা প্রতীক বরাদ্দ করা হয়েছে। তারা সমানতালে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তাদের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর আসন-১ লুৎফুন্নাহার (আঙ্গুর) ও হাসিনা বেগম (কাঁচি), সংরক্ষিত মহিলা আসন-২ রাজিয়া সুলতানা (হারমোনিয়াম), সকিনা বেগম (আঙ্গুর), নাসরিন আক্তার (পুতুল), জেসমিন আক্তার (মৌমাছি) ও রাবেয়া বসরি বকুল (কাঁচি), সংরক্ষিত মহিলা আসন-৩ রাবেয়া বেগম (কাঁচি) ও তুহিন আক্তার (আঙ্গুর) এবং সংরক্ষিত মহিলা আসন-৪ শাহিন আক্তার (কাঁচি) ও মমতাজ বেগম (আঙ্গুর) প্রতীক বরাদ্দ করা হয়। সাধারণ কাউন্সিলর ওয়ার্ড-১ নুর মোহাম্মদ মোল্লা (উটপাখি), অহিদুল রহমান অহিদ (ডালিম) ও সামছুল আলম (ব্লাক বোর্ড), সাধারণ ওয়ার্ড-২ বাহার উদ্দিন বাহার (উটপাখি), আজাদ হোসেন (টেবিল ল্যাম্প) ও গাজী ফিরোজ (পাঞ্জাবি), সাধারণ ওয়ার্ড-৩ মুকবুল আহমেদ (পাঞ্জাবি), মোশারফ হোসেন মুশু (উটপাখি) ও শাহজাহান (পানির বোতল), সাধারণ ওয়ার্ড-৪ সাহাবুদ্দিন আলম (পানির বোতল), সাফায়েত হোসেন (উটপাখি) মাহবুব আলম (ব্লাক বোর্ড), মহরম আলী (ডালিম), শাহআলম (পাঞ্জাবি) ও মহসিন পাটওয়ারী (টেবিল ল্যাম্প), সাধারণ ওয়ার্ড-৫ প্রহল্লাদ চন্দ্র দে (টেবিল ল্যাম্প), আবুল কালাম (পাঞ্জাবি), রুস্তম আলী (পানির বোতল) ও আবুল খায়ের (উটপাখি), সাধারণ ওয়ার্ড-৬ কাজী আব্দুল কুদ্দুছ রানা (পাঞ্জাবি) ও মোশারফ হোসেন (উটপাখি), সাধারণ ওয়ার্ড-৭ মো. কামরুজ্জামান (পানির বোতল), মোস্তফা কামাল (পাঞ্জাবী), মিজানুর রহমান (ডালিম), মনিরুল ইসলাম (টেবিল ল্যাম্প) ও আবুল কাশেম (উটপাখি), সাধারণ ওয়ার্ড-৮ সফিউল্লাহ মিয়াজী (পাঞ্জাবি), মিজানুর রহমান (উটপাখি) ও মোশারফ হোসেন মিয়াজী (ডালিম), সাধারণ ওয়ার্ড-৯ মিজান মোল্লা (ফাইল কেবিনেট), বিকাশ মজুমদার (পানির বোতল), আলী আজগর মোল্লা (টেবিল ল্যাম্প), আবদুল আউয়াল (উটপাখি) ও আবুল কালাম মোল্লা (পাঞ্জাবি), সাধারণ ওয়ার্ড-১০ তুষার চৌধুরী রাসেল (পানির বোতল), মো. শাহজাহান (উটপাখি) ও আবদুল জলিল (পাঞ্জাবি), সাধারণ ওয়ার্ড-১১ ওহাব আলী (ব্লাক বোর্ড), জহিরুল হক (পাঞ্জাবি), কামাল হোসেন (উটপাখি), আবুল কাশেম (ডালিম), নাজির হোসেন পাটওয়ারী (পানির বোতল) ও আবু ইউসুফ (টেবিল ল্যাম্প) এবং সাধারণ ওয়ার্ড-১২ মো. সেলিম মিয়া (উটপাখি), কামরুল ইসলাম (ব্লাক বোর্ড), মাহবুবুর রহমান স্বপন (পাঞ্জাবি), সাইফুল ইসলাম (টেবিল ল্যাম্প), মো. মহসিন (ডালিম) ও মো. আবুল হোসেন (পানির বোতল) প্রতীক পান। শাহরাস্তি পৌরসভা ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯৬৭ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭১ জন। ভোট কেন্দ্র ১২টি এবং বুথ স্থাপন করা হবে ৮৯টি। তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২১ জানুয়ারি বাছাই ও ২৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন এবং ৩০ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরাস্তি পৌরসভা নির্বাচন পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ