Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ডেমরার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : সর্বকালের শ্রেষ্ঠ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-৪৯৪) এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তর ডেমরা থানার আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ সফর আলীর সভাপতিত্বে বৃহত্তর ডেমরা থানার বিভিন্ন মজসিদ, মাদরাসা, এতিমখানাসহ সকল ধর্মাবলম্বিদের উপসনালয়সহ ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে তবারক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নাসির হাওলাদার, দিপক, রহিম মিয়া, মানিক খান, মো. লিটন, মো. আবুল, মো. আমির, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের এবং মো. রাশেদুল হাসান মানিকসহ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে সভাপতি আলহাজ সফর আলী পরিবহন সেক্টরের সকল মালিক-শ্রমিক এবং আমজনতার সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে সোনার বাংলা গড়ে তোলার আহŸান জানান এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতির মোকাবিলায় ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকল মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ