Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস প্রোটোকল ভাঙা তদন্তাধীন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

হুট করেই কোভিড-১৯ পজিটিভ হয়ে যান ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে বেশ বড় সংকটে পড়েছে তার দল জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে তাকে চেয়েছিল তারা। তাই পর্তুগাল থেকে তাকে উড়িয়ে আনে ক্লাবটি। কিন্তু তাতেই বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন রোনালদো। কারণ মহামারি করোনাভাইরাসের এ সময়ে দেশটি প্রটোকল ভেঙেছেন কি-না তা তলিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরা।

রোনালদো ইতালিতে আসার পরই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন স্পাদাফোরা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই কীভাবে ইতালিতে ঢুকছেন এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে স¤প্রতি ইতালিয়ান সংবাদ মাধ্যম আরএআইয়ের চে তেম্পো চে ফা প্রোগ্রামে বলেছেন, ‘(ইতালিতে) আসার সময়, রোনালদো প্রোটোকলকে সম্মান করেননি। এটা প্রমাণ করার জন্য তদন্ত চলছে।’
স¤প্রতি আবারও ইতালিতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। তাই নতুন করে লকডাউনের কথা ভাবছে তারা। এর মধ্যেই জিম, থিয়েটার, সিনেমা এবং স্টেডিয়ামসহ অনেক কিছুতেই নানা বিধিনিষেধ দিয়েছে তারা। আর এ সময়ে রোনালদোর করোনাভাইরাস নিয়ে ইতালিতে ঢোকার বিষয়টি মানতে পারছে না তারা। তবে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিলেও আপাতত খেলা বন্ধ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী। এর আগে প্রথম দফায় চার মাসের বেশি সময় স্থগিত ছিল দেশটির সব ধরণের ফুটবল। সিরি আর নিজস্ব প্রটোকলে খেলা চলবে জানান তিনি। তবে তাদের নিয়মকেও রোনালদো সম্মান জানাননি বলে দাবি করেন স্পাদাফোরা, ‘এই মুহ‚র্তে, আমাদের ফুটবল বন্ধ করে দেওয়ার ইচ্ছা নেই। তবে সিরি আর নিজস্ব একটি প্রটোকল রয়েছে এবং সে এটার সম্মান দেখায়নি।’
এদিকে, জুভেন্টাস কর্তৃপক্ষ আগেই দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়েই রোনালদোকে ইতালিতে তারা। তখন এক বিবৃতিতে ওল্ড লেডিরা জানিয়েছিল, ‘সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়েই মেডিকেল ফ্লাইটে ইতালিতে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং তিনি নিজের বাড়িতে আইসোলেশন চালিয়ে যাবেন।’

সা¤প্রতিক সময়ে মাঠে সময়টা দারুণ যাচ্ছিল রোনালদোর। কিন্তু দেশের হয়ে খেলতে গিয়ে হুট করেই কোভিড-১৯ পজিটিভ হয়ে যান তিনি। এরপর থেকে আইসোলেশনেই আছেন তিনি। কিন্তু বার্সেলোনার বিপক্ষে তাকে খেলাতে চেয়েছিল জুভেন্টাস। ধারণা ছিল সময়ের আগেই সুস্থ হয়ে যাবেন এ তারকা। কিন্তু তা তো হননি, উল্টো ইতালিতে এসে ঝামেলায় পড়তে বসেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ