Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের জন্য ঘুষ দিয়ে জেল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

হলিউড অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানের সাজার মেয়াদ পূর্ণ হলো। অভিজাত কলেজে মেয়েকে ভর্তির জন্য ঘুষ দিয়ে একাধিক সাজা খাটেন তিনি। হাফম্যানের এক মুখপাত্র গত রোববার পিপল ডটকমকে জানান, ৫৭ বছরের অভিনেত্রী জেল খাটার পাশাপাশি কমিউনিটি সার্ভিসে সময় দিয়েছেন। এর মাঝে নজরদারি সাপেক্ষে মুক্তিও ছিল।
পনের হাজার ডলার ঘুষের বিনিময়ে হাফম্যানের মেয়ে সোফিয়ার স্যাট টেস্টের উত্তর পাল্টে দেওয়ার অভিযোগ উঠে গত বছর। এরপর অভিযোগ প্রমাণিত হলে অক্টোবরে ১৪ দিনের মধ্যে ১১ দিনের কারাদন্ড পূর্ণ করেন। এছাড়া তাকে ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশ দেওয়া হয়। শেষ এক বছর তিনি নজরদারির সাপেক্ষে মুক্ত ছিলেন।
অভিযোগ ওঠার পর ফেলিসিটি হাফম্যান দ্রæত নিজের অপরাধ স্বীকার করে নেন। ‘ডেসপারেট হাউসওয়াভস’ অভিনেত্রী জানান, ২০১৭ সালে মেয়ের ভর্তি পরীক্ষার উত্তরপত্র গোপনে সংশোধনের জন্য ১৫ হাজার ডলার ঘুষ দেন।
গত বছরের সেপ্টেম্বরে সাজা ঘোষণার পর এক বিবৃতিতে হাফম্যান বলেন, ‘আমি অনুতপ্ত। এই ঘটনার জন্য আমার কাছে কোনো অজুহাত নেই। এ কাজের জন্য আমার মেয়ে, স্বামী, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার কাছে আবার ক্ষমা চাইছি।’
যে শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের ও অভিভাবকদের কাছে ক্ষমা চান এই অভিনেত্রী। ওই সময় বিচারক ইন্দিরা তালওয়ানি বলেন, তিনি বিশ্বাস করেন হাফম্যান নিজের কাজের পুরো দায়ভার গ্রহণ করেছেন। তবে ভালো মা হওয়ার চেষ্টার সঙ্গে এ ধরনের কাজের সম্পর্ক নেই। সূত্র : ডেইলি মেইল/ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ