Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন মোদি

‘চীন-পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চীন-পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা স্বতন্ত্র দেব সিং। গতকালএক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন মন্তব্য করলেন উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং। তিনি বলেন, রাম মন্দির ও ৩৭০ ধারা বাতিলের মতোই পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ভারত কবে যুদ্ধ ঘোষণা করবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী।
ভারত প্রকাশ্যে যে নীতির কথা বলে থাকে স্বতন্ত্র দেব সিংহের এমন মন্তব্য তার সঙ্গে সাংঘর্ষিক। রবিবারই দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত বিরোধে ইতি টানতে আগ্রহী দিল্লি। তবে একইসঙ্গে ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

Show all comments
  • বিড়াল ২৭ অক্টোবর, ২০২০, ২:০৪ পিএম says : 0
    বাংলাদেশের সাথে ভারত যা করেছে সেটা মনে করাটা ভারতের জন্য চরম-ভূল হবে। এই ফাঁকে ভারত হারাবে কাশ্মির,লাদাখ। ভারত সরকার তখন ক্ষোভে-দূঃখে এবং তার দেশের নাগরিকদেরকে নিজেদের বীরত্ব দেখানোর জন্য বাংলাদেশ দখল করে বসবে। যেহেতু ভারত-চীন যুদ্ধে বাংলাদেশ ভারত-চীন কাউকেই সাপোর্ট করে নাই। এরপর ভারত হবে পরাজীত। উপমহাদেশ থেকে পৌত্তলিকতার নাম-নিশানা পর্যন্ত মুছে যাবে এবং হাদীসের ভবিষ্যদবানী কার্যকর হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ