Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বর্ণবাদ নিয়ে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এদিন মোট ১৩ জন কার্ডিনালের নাম ঘোষণা করা হয়। পোপের এই ঘোষণা প্রত্যাশিত ছিল না। কিন্তু ভ্যাটিকান থেকে ভাষণ দেওয়ার সময় পোপ নতুন ১৩ কার্ডিনালের নাম জানিয়ে দেন। এবার নাম ঘোষণার মধ্যে দুইটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন পোপ। প্রথমটি হলো, এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান যাজককে কার্ডিনাল করা হলো। তিনি হলেন ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। তিনি এর আগে তিনবার মার্কিন কনফারেন্স অব আর্চবিশপস-এর প্রধান হয়েছেন।
বর্ণবাদ নিয়ে এখন এমনিতেই উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কেও বারবার করে এসেছে এই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রজুড়ে ‹বø্যাক লাইভস ম্যাটার› বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে একজন কৃষ্ণাঙ্গ যাজককে কার্ডিনাল করা রীতিমতো তাৎপর্যপূর্ণ। পোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এই বার যে কার্ডিনাল নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে চারজনের বয়স ৮০ বছরের কম। তার মধ্যে রুয়ান্ডা, ফিলিপাইন ও চিলির আর্চবিশপও রয়েছেন। পোপের সিদ্ধান্ত থেকে মনে করা হচ্ছে, তিনি এমন একজনকে নিজের উত্তরসূরি হিসাবে চান, যিনি তার নীতি অনুসরণ করবেন। ভ্যাটিকান সিটির সেন্ট ফ্রান্সিস স্কয়ারে সমবেত ভক্তদের পোপ ফ্রান্সিস জানান, ২৮ নভেম্বর একটি অনুষ্ঠান হবে। সেখানেই নতুন ১৩ জন আনুষ্ঠানিকভাবে কার্ডিনালে উন্নীত হবেন। সূত্র : ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ