Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে এবার খ্রিস্টানরাও শামিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৭:৪০ পিএম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর বিরত না থাকার বক্তব্যের প্রতিবাদে এবার আরব খ্রিস্টানরাও যুক্ত হয়েছেন। কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার লেবানন প্রতিনিধি জালাল শহদা এক টুইট বার্তায় জানান, ‘আমি জালাল শাহদা। একজন আরব খ্রিস্টান। ইসলামের মুহাম্মদ (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানাই।’
লেবাননের খ্রিস্টান ধর্মাবলম্বী আরেক সাংবাদিক গাদাহ উয়াইস এক টুইট বার্তায় জানান, ‘আমি মুসলিমদের অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানাই। ইসলাম ও মুসলিমদেরকে সন্ত্রাসের অপবাদের নিন্দা জানাই।’
জর্দানের আয়মান দাবাবনেহ টুইটারে বলেন, ‘যে আমার মুসলিম ভাইদের সম্মান না করে অবমাননা করে, সে আমাকেও জর্দানের একজন খ্রিস্টান হিসেবে সম্মান করবে না।’
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে হ্যাশটেগ দিয়ে রাসুল (সা.) অবমাননার প্রতিবাদ শুরু হয়।
মাইকেল আইয়ুব নামের এক খ্রিস্টান ধর্মাবলম্বী টুইটারে লেখেন, ‘অন্যের ধর্ম বা নবীকে নিয়ে যারা কটূক্তি করে এবং অবজ্ঞা করে আমি তাদের ঘৃণা করি।’
এ ছাড়া অনেক খ্রিস্টান ধর্মাবলম্বীকে টুইটারে ‘আমি খ্রিস্টান, ইসলামের নবীর অবমাননার প্রতিবাদ করছি।’ তাঁদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা সংবলিত ছবি পোস্ট করতে দেখা যায়।
গত বুধবার এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘কার্টুন প্রকাশ থেকে ফ্রান্স কখনো বিরত থাকবে না।’ তাঁর বক্তব্য প্রকাশের পর থেকে বিশ্বের মুসলিমরা প্রতিবাদ শুরু করে। অনেক দেশের স্থানীয় বাজার ফরাসি পণ্য বয়কট শুরু করেছে। খবর আনাদুলু এজেন্সির।



 

Show all comments
  • Dr Md. Shafiul Alam ২৬ অক্টোবর, ২০২০, ৯:৩৪ পিএম says : 0
    Allah amader sokol k hefajot koron o dhongser hat hoite rokkha koron.
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ২৭ অক্টোবর, ২০২০, ১২:১৪ এএম says : 0
    এই শয়তান রাষ্ট্র পধানের যোগ্য নয়। সে মেডেল পাওয়ার আশায় ইসলামের বিরুদ্ধে বলতেছে। তাই তাকে জরুরি ...করা হউক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ