Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা অতীতে আটকে থাকেন, তাঁরা ভবিষ্যৎকে নষ্ট করেন : ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৬:৪৭ পিএম

আজ সোমবার (২৬ অক্টোবর) ইসলামাবাদে দুই দিনব্যাপী পাকিস্তান-আফগানিস্তান বাণিজ্য ও বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান বলেন, ‘অতীত থেকে আমরা শিক্ষা নিই। যাঁরা অতীতে আটকে থাকেন, তাঁরা ভবিষ্যৎকে নষ্ট করেন।
এছাড়াও তিনি বলেন, যিনিই ক্ষমতায় আসুন না কেন, কাবুলের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক সহযোগিতামূলক ও দৃঢ় থাকবে। আফগানিস্তানে ৪০ বছর ধরে চলা সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইমরান খান। এই সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাকিস্তান দ্বিতীয় বলেও মন্তব্য করেন ইমরান।
ইমরান খান আরও বলেন, আফগানিস্তান মোগল সাম্রাজ্যের অংশ। যাযাবরেরা অর্থনৈতিক কাজের জন্য মধ্য এশিয়া থেকে ভারতে যেতেন। আফগানদের ভাষাও ছিল ফার্সি। সরকার ও সরকারি কর্মকর্তা নির্বাচন করা আফগান জনগণের অধিকার বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের অর্জন ও ঘটনাগুলো বোঝার সময় এসেছে। পাকিস্তান ইতিহাস থেকে জেনেছে, কোনো বিদেশি শক্তি আফগানিস্তানের ওপর প্রভাব ফেলতে পারে না। আফগানরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেয়। বাইরের প্রভাব এখানে কখনো সফল হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ