মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে একদিনে করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ নিয়ে যে সময়ে ফ্রান্স সারা পৃথিবীতে সমালোচিত, ঠিক সেই সময়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। –এনবিসি, এএফপি
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হলো। রবিবার (২৫ অক্টোবর) দেশটির সরকারি তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে। দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। এখন সে হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরও বাড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।