বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় কারেন্ট জালসহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় বড়খেরী নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মেঘনা নদীর চরগজারিয়া হুজুরের খাল এলাকা থেকে তাদেরকে আটক করে।আটককৃত জেলেরা হচ্ছেন,উপজেলার সবুজগ্রাম এলাকার মো. শরীফ (২০)ভোলা জেলার তজুমদ্দিন এলাকার রাকিব হোসেন (১৪)একই এলাকার মো. রাসেল(২৫)শরিফ হোসেন (১৯)আরিফ হোসেন (১৬)মো.রাসেদ (২০) ও মো.রহিম(১২)। এর মধ্যে অপ্রাপ্ত বয়স হওয়ার কারণে রাকিব, আরিফ ও রহিমকে মুচলেখা নিয়ে অভিভাবকদেকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর চারজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে
রামগতি উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.কামরুজ্জামান জানান, প্রাপ্ত বয়স্ক চার জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে রবিবার রাতে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ রবিবার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় মাছধরার একটি নৌকাসহ ওই সাত জেলেকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত নৌকার বিষয়ে টাস্কফোর্স কমিটির সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।