Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত মাইক পেন্সের প্রধান সহযোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৯:৫৮ পিএম

করোনা আক্রান্ত মাইকে পেন্সের প্রধান সহযোগী, সংস্পর্শে এলও প্রচারণা বন্ধ করছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট।মাইক পেন্সের চিফ অব স্টাফস মার্ক শর্টের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে তা জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয়। এছাড়াও পেন্সের ঘণ্ষ্ঠি রাজনৈতিক উপদেষ্টা মারটি ওবস্ট এরও করোনা হয়েছে বলে জানা গেছে। -সিএনএন, দ্য গার্ডিয়ান, রয়টার্স
পেন্স এর মুখপাত্র ডেভিন ও’মেলি বলেন, ভাইস প্রেসিডেন্ট পেন্স ও মিসেস পেন্স এর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তার শরীরও খুব ভালো। তারা সিডিসির গাইডলাইন ও বিশেষজ্ঞদের কথামতো প্রচারণা ও সফর অব্যাহত রাখবেন। শর্ট পেন্সের খুবই ঘণিষ্ঠ। শোনা যায়, এরমধ্যে তাদের রোজই দেখা হয়েছে। সিডিসির গাইডলাইন অনুযায়ী, এর´ ক্ষেত্রে পেন্সের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাবার কথা ছিলো। কিন্তু তিনি যাননি। তার কবে করোনা পরীক্ষা হয়েছে সেটিও তার মুখপাত্র উল্লেখ করেননি। আর বাইরে বের হতে হলে পেন্সকে মাস্ক পরতেই হবে। তবে তাকে সচরাচর মুখ ঢাকতে দেখা যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ