Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসির ধারাবাহিক কমেডি ৪২০

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টিপু আলমের গল্প ভাবনা, আকাশ রঞ্জনের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় এক ঝাক তারকা শিল্পী নিয়ে বৈশাখী টেলিভিশনের পর্দায় আসছে কমেডি ৪২০। নটকটি সম্পর্কে পরিচালক ফরিদুল হাসান বলেন, এই প্রথম কোনো মেগা ধারাবাহিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের আঞ্চলিক ভাষায় পারফর্ম করছেন তারকারা। নির্মল বিনোদনের সকল উপাদান দর্শক খুঁেজ পাবেন নাটকটিতে। ব্যয় বহুল এই মেগা ধারাবাহিকটি নির্মাণেও বৈচিত্র্য রয়েছে। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ.খ. ম হাসান, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা, মনিরা মিঠু, কচি খন্দকার, ম ম মোর্শেদ, তারিক স্বপন, কাজী উজ্জল, রোমানা স্বর্ণা, হায়দার আলী, মিষ্টি মারিয়া, শায়লা, আমীন আজাদ, শামীম আহমেদ, অধরা প্রিয়া, প্রিয়ন্তী শ্রাবণ, তালহা, মাহমুদুল ইসলাম, শহিদুল রাজ, পলাশ আলী, আহমেদ সাব্বিরসহ আরো অনেকে। বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় ধারাবাহিকের চিত্রগ্রহণে ছিলেন সোহেল তালুকদার। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসির ধারাবাহিক কমেডি ৪২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ