পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শি—গার্থীরা বিশ্বশাšিত্ম ও সহিষ্ণুতার নীতি থেকে রাষ্ট্রীয়ভাবে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানোর দাবি তুলেন। এজন্য প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব ও বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত তলবের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারো নেই। ইসলামের নবী মুসলমানদের কাছে মা-বাবার চেয়েও বেশি সম্মানিত। ফ্রান্সের ক্রমাগত ইসলাম বিদ্বেশী নীতিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের এ কর্মকান্ডের নিন্দা জানানো উচিত বলে তারা দাবি করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
এদিকে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা) নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান। নুর বলেন, বাকস্বাধীনতার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো কখনোই মেনে নেওয়া যায় না। ধর্মনিরপেক্ষ ফ্রান্সে বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্মের প্রবর্তক, মুসলিম বিশ্বের আবেগ-অনুভূতি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)এর বিতর্কিত কার্টুন প্রদর্শনীর নামে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।