মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দাবী না মানায় থাই বিক্ষোভকারীরা ফের আন্দোলনে ব্যাংককের রাস্তায় ফিরে এসেছে।থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ও-চাকে পদত্যাগের জন্য বিক্ষোভকারীদের বেঁধে দেয়া তিন দিনের সময়সীমা পার হয়েছে শনিবার রাত। রোববার বিকেল ৪টায় ব্যাংককের রাস্তায় পুনরায় জড়ো হন বিক্ষোভকারীরা। গত ১৫ অক্টোবর থাই প্রশাসন জরুরী অবস্থা তুলে নেয়ার পর এই প্রথমবারের মতো এতো জনসমাবেশ দেখা গিয়েছে। এদিন ব্যাংকের রাজপথে হাজার হাজার মানুষ রাজতন্ত্র ও সরকারবিরোধী স্লোগান দেন। -সিএনএ, বিবিসি
গত মধ্য-জুলাই থেকে চলমান এই বিক্ষোভে আন্দোলনকারীরা রাজতন্ত্রের সংস্কার, সামরিক জান্তা সরকারের প্রবর্তিত সংবিধান সংশোধন ও ২০১৪ সালে সেনা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথের পদত্যাগ চাইছেন। বিক্ষোভের নেতা জাতুপাত বোনপাতারাকাসা বলেন, ছাত্র-জনতা এখন প্রায়ুথ দূর হও স্লোগান দিচ্ছেন। যদি তিনি পদত্যাগ না করেন, তবে তাকে বিদায় জানানোর জন্য আমাদের রাস্তায় আসতে হবে। এদিকে টুইট বার্তায় থাই প্রধানমন্ত্রীর অফিস বলছে, তিনি এই মুর্হুতে পদত্যাগ করবেন না। যে সংকট চলছে তা পার্লামেন্টে সমাধান হওয়া উচিত। আগামী সোমবার ও মঙ্গলবার থাই পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। তবে বিরোধী ও সমালোচকরা পার্লামেন্টের ওপর আস্থা রাখতে পারছেন না। কারণ, থাই পার্লামেন্ট সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রিত।
থাই রাজপ্রাসাদ এখনো বিক্ষোভ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করে নি। তবে শনিবার এক ভিডিওতে সরকার-বিরোধী বিক্ষোভের সময় রাজতন্ত্রের সমর্থনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির প্রশংসা করেন থাই রাজা। থাই গণমাধ্যম বলছে, এর অর্থ রাজা রাজতন্ত্রের সমর্থকদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন। সোমবার থাই বিক্ষোভকারীরা থাইল্যান্ডের জার্মান দূতাবাসের সামনে মার্চ করার পরিকল্পনা করেছেন। বর্তমান রাজা মহা ভাজিরালংকন এখন থাইল্যান্ডে অবস্থান করলেও বছরের অর্ধেক সময় হেরেমের সঙ্গিনীদের নিয়ে তিনি জার্মানিতে দিন কাটান। অধিকার কর্মী পিয়ারাথ চংতেপ বলেন, দূতাবাস অভিমুখে যাত্রার অর্থ হচ্ছে জনগণ ক্ষুদ্ধ রাজার আচরণে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।