বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দশের বিচারিক (অধস্তন) আদালতসমূহের ডিসেম্বর মাসের অবকাশকালিন ছুটি কমিয়ে এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে গতকাল রোববার সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার মো.আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতির অংশ গ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধন্তন (বিচারিক) দেওয়ানি আদালতসমূহে ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো। ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।
এর আগে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়ে আনলো সুপ্রিম কোর্ট প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।