Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরিফের নতুন মিউজিক ভিডিও হৃদয় আঙিনায়

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রঙের রাজা এলিট পেইন্টের সৌজন্যে সম্প্রতি প্রকাশিত হয়েছে এ প্রজন্মের উদীয়মান সংগীতশিল্পী আরিফ আহমেদের নতুন গানের মিউজিক ভিডিও ‘হৃদয় আঙিনায়’। গানটির সুরকার ও গীতিকার সংগীতশিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তারিক আল হারুন এবং আরিফ আহমেদ। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আঁচল হোসেইন। মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে কক্সবাজারে। আরিফের সারাটি জীবন, মনে মনে খুঁজেছি তোমায় গানের মিউজিক ভিডিও-এর সাফল্যের পর প্রকাশিত হল এই মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওটি আরিফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। এছাড়াও গানটি আইটিউনস, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার এবং দেশ বিদেশের বিভিন্ন মিউজিক পোর্টালে পাওয়া যাচ্ছে। গানটির কলার টিউন সকল মোবাইল অপারেটর এ পাওয়া যাচ্ছে। মিউজিক ভিডিওটি সম্পর্কে সংগীতশিল্পী বলেন, চেষ্টা করেছি মিউজিক ভিডিওতে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য, যাতে ভিন্ন কিছু উপভোগ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরিফের নতুন মিউজিক ভিডিও হৃদয় আঙিনায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ