বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাটখিল উপজেলায় আল নেওয়াজ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে সিআইডির একটি ভূয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে চাটখিল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল নেওয়াজ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।
পুলিশ জানায়, আল নেওয়াজ নামের ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি মোবাইল দোকানে এসে একটি মোবাইল ক্রয় করে। সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের টাকা পরে দিবে বলে। এসময় দোকানদার তাতে অপারগতা প্রকাশ করলে সে সিআইডির একটি পরিচয় পত্র দেখিয়ে দোকানদারকে ভয়ভীতি দেখায়। ঘটনাটি দোকানদার ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তার থানায় খবর দেয়।
চাটখিল থানার ওসি মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আল নেওয়াজ নামের ওই যুবককে সিআইডির একটি ভূয়া পরিচয় পত্রসহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।