মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপনি বিস্কুটের স্বাদ পরীক্ষা করে বছরে ৪৪ লাখ টাকার বেশি আয় করতে চান? হ্যাঁ, ঠিক শুনছেন। স্কটল্যান্ডের বর্ডার বিস্কিটস নামে এক বিস্কুট নির্মাণ কোম্পানি এমন একটি চাকরীর বিজ্ঞাপন দিয়েছে স¤প্রতি। জি নিউজের বরাতে জানা যায়, এই চাকরীর বাৎসরিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার পাউন্ড (৪৪ লাখ ২৬ হাজার টাকার বেশি)। সেইসঙ্গে বছরে ৩৫ দিন ছুটি আছে। বাড়তি বিক্রিতে আছে কমিশনের ব্যবস্থা ও আছে ফ্রি বিস্কুট। বর্ডার বিস্কিট বলছে, তারা এই পদবীর নাম দিয়েছে ‘মাস্টার বিস্কিটার’। যিনি এক কামড়েই বিস্কুটের মধ্যে সব উপাদানের যথাযথ উপস্থিতির বর্ণনা দিতে সক্ষম। সেইসঙ্গে তার জানা থাকতে হবে বাজারের সবচেয়ে সেরা বিস্কুট কীভাবে বানাতে হয়। কেউ যদি মনে করে তার মধ্যে এসব গুণাগুণ আছে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা উদগ্রীব হয়ে আছি। জানা যায়, অভিনব এই চাকরীর বিজ্ঞাপন গত ১৯ অক্টোবর প্রকাশ করা হয়। এরপরেই তা স্কটল্যান্ড ছাপিয়ে যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার হিড়িক ফেলে। অনেকেই সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।