Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিস্কুট টেস্ট করেই বছরে ৪৪ লাখ টাকা আয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আপনি বিস্কুটের স্বাদ পরীক্ষা করে বছরে ৪৪ লাখ টাকার বেশি আয় করতে চান? হ্যাঁ, ঠিক শুনছেন। স্কটল্যান্ডের বর্ডার বিস্কিটস নামে এক বিস্কুট নির্মাণ কোম্পানি এমন একটি চাকরীর বিজ্ঞাপন দিয়েছে স¤প্রতি। জি নিউজের বরাতে জানা যায়, এই চাকরীর বাৎসরিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার পাউন্ড (৪৪ লাখ ২৬ হাজার টাকার বেশি)। সেইসঙ্গে বছরে ৩৫ দিন ছুটি আছে। বাড়তি বিক্রিতে আছে কমিশনের ব্যবস্থা ও আছে ফ্রি বিস্কুট। বর্ডার বিস্কিট বলছে, তারা এই পদবীর নাম দিয়েছে ‘মাস্টার বিস্কিটার’। যিনি এক কামড়েই বিস্কুটের মধ্যে সব উপাদানের যথাযথ উপস্থিতির বর্ণনা দিতে সক্ষম। সেইসঙ্গে তার জানা থাকতে হবে বাজারের সবচেয়ে সেরা বিস্কুট কীভাবে বানাতে হয়। কেউ যদি মনে করে তার মধ্যে এসব গুণাগুণ আছে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা উদগ্রীব হয়ে আছি। জানা যায়, অভিনব এই চাকরীর বিজ্ঞাপন গত ১৯ অক্টোবর প্রকাশ করা হয়। এরপরেই তা স্কটল্যান্ড ছাপিয়ে যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার হিড়িক ফেলে। অনেকেই সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ