রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভে-াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, ভে-াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ভে-াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় অবস্থিত। গত বছরের ১০ জুলাই ভে-াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি ভে-াবাড়ি ইউপি চেয়ারম্যান মন্জুর হোসেন ম-ল তাদের ভাড়াটে লোকজন দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসকক্ষের বারান্দায় সরকারি অর্থে নির্মাণকৃত কক্ষ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং স্টিলের দরজা, জানালা, ইট, কাঠ নিয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুস সালাম তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেন। এদিকে গত ৯ আগস্ট আবারো একই ব্যক্তিবর্গ ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের পাশ দিয়ে পানির পাইপলাইন স্থাপনের জন্য খননকাজ শুরু করে। এতে প্রধান শিক্ষকসহ অন্য কর্মরত শিক্ষকরা বাধা প্রদানসহ নানা ধরনের হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নিজস্ব জমি বেদখল ও শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কায় প্রধান শিক্ষক আব্দুস সালাম সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।