Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের কন্যাসহ ১৬০ বার শিশু ধর্ষণকারী ফ্রান্সে গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

 নিজের কন্যাসহ শিশু বয়সী অনেক মেয়ের সঙ্গে ১৬০ বারের বেশি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক ইতালিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার জার্মান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ফ্রান্সের ট্রাসবুর্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর অনুযায়ী, জার্মানিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানার আওতায় দক্ষিণ ত্রাসবুর্গের রুমেরহেইম লে-হাউতের বান্ধবীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পার্শ্ববর্তী কোলমার জেলখানায় পাঠানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে। জানা গেছে, ২০০০ সাল থেকে ১৪ বছরের বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। এই সময়ে আরও অনেক মেয়ে শিশুর সঙ্গে এসব করেছেন ওই ইতালিয়ান নাগরিক। তার বিরুদ্ধে শিশুদের ধর্ষণ সংক্রান্ত ১২২টি তদন্ত চলছে। বিভিন্ন পারিবারিক গন্ডির মধ্যে তিনি এসব ঘটনা ঘটান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ