Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে টিকা দেয়ার প্রতিশ্রুতি বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সব নাগরিককে বিনাম‚ল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। শুক্রবার মহামারি পরিকল্পনা ঘোষণার সময় একথা বলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে মহামারি করোনাভাইরাস মোকাবিলা তুলে ধরেন বাইডেন। এসময় তিনি বলেন, ‘একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে, তা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনাম‚ল্যে প্রদান করা হবে। মহামারি মোকাবিলায় ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন এবং আমেরিকা ছেড়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে মহামারি নিয়ন্ত্রণে চলে এসেছে। মহামারির স্বাস্থ্যবিধি মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত মহামারি নিয়ন্ত্রণে আনাতেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা আমেরিকানদের সহযোগিতা করবেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ