Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

গোল্ডেন ভিসা
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব বা গোল্ডেন ভিসা বন্ধের দাবি উঠেছে ইউরোপিয়ান পার্লামেন্টে। বিষয়টিকে অপরাধীদের কুইক এন্ট্রির সুযোগ বিবেচনা করে দ্রুত এ সুবিধা বন্ধের আহ্বান জানিয়েছেন ইইউ নেতারা। বিষয়টিকে স্বাগত জানিয়েছে পর্তুগালের বাংলাদেশি ব্যবসায়ীসহ বিভিন্ন কর্মজীবীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ইউরোপের বাইরের বিভিন্ন দেশের মানি লন্ডারিং, দুর্নীতি বা কর ফাঁকি দেয়াসহ নানা অপরাধে জড়িত অনেকেই ইউরোপে বিনিয়োগ করে নাগরিকত্ব গ্রহণ করছেন এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। এবার গোল্ডেন ভিসা বন্ধের দাবি উঠল ইউরোপিয়ান পার্লামেন্টে। রয়টার্স।


২ পাইলট নিহত
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় মার্কিন নৌবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আলাবামার ফোলেতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। টি-৬বি টেক্সান দুই নামক উড়োজাহাজটিতে দুইটি সিট ছিল। একটি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর একটি বাড়িতে এবং কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। বিবিসি।

নতুন রেকর্ড
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারেও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডামস সতর্ক করেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে উন্নত চিকিৎসার কারণে আগের চেয়ে মৃত্যুর হার কমেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত
যুক্তরাষ্ট্রে ৮৪ লাখ ৯৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিবিসি।


নিষেধাজ্ঞা ভারতের
ইনকিলাব ডেস্ক : ফ্রিজ ও এসি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসিসহ ফ্রিজের আমদানি নিষিদ্ধ তালিকা সংশোধন করা হচ্ছে। এর আগে গত জুনে টিভি সেট আমদানির ক্ষেত্রে কিছু নিয়ম জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ফ্রিজসহ এয়ারকন্ডিশনার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, স্প্লিট পদ্ধতির এবং অন্যান্য এয়ার কন্ডিশনের ওপর এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না। হিন্দুস্থান টাইমস, জি নিউজ।


টেস্ট বাতিল
ইনকিলাব ডেস্ক : রুয়ান্ডায় স্কুলে ভর্তি হতে মেয়েদের প্রেগনেন্সি টেস্ট বাতিল করেছে দেশটির সরকার। ম‚লত প্রাইভেট স্কুলগুলোতে এতদিন এ নিয়ম চালু ছিল। স্কুলে ভর্তির সময় প্রেগনেন্সি টেস্টের নিয়মকে বৈষম্যমূলক আচরণ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। অধিকাংশ প্রাইভেট স্কুলে ভর্তির সময় মেয়েদের এ টেস্ট দিতে হতো। টেস্টে নেগেটিভ রেজাল্ট আসা শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হতো। মন্ত্রণালয়টি জানায়, কোনো মেয়ে গর্ভবতী হলেও স্কুলে পড়ার অধিকার রয়েছে তার, যাতে তার জীবন আরও উন্নত হতে পারে। মেয়েদের যাতে প্রেগনেন্সি টেস্টের মুখোমুখি না হতে হয়, এ ব্যাপারে স্কুলগুলোতে পরিদর্শন চালাবে কর্তৃপক্ষ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ