Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যান চলাচল বন্ধ

লক্ষ্মীপুরে জকসিন-ভবানীগঞ্জ সড়ক

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

লক্ষ্মীপুরে জকসিন-ভবানীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সংস্কার করা হয়নি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারের সেতুর দক্ষিণ পাশ। ফলে দুইদিনের টানা বৃষ্টির কারণে যানবাহন সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বিন্দুমাত্র টনকনড়েনি কর্তৃপক্ষের।

জানা যায়, সম্প্রতি ওয়াব্দা খালের ভাঙনে সেতুর দক্ষিণ পাড়ে ৩টি দোকান ঘর তলিয়ে যায়। ওইদিন সেতুর সামনের রাস্তা থেকে মাটি সরে গিয়ে জকসিন-ভবানীগঞ্জ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করলেও গত শুক্রবার দুপুর থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে । ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি। লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, লিখিত দরখাস্ত পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যান-চলাচল-বন্ধ

২৫ অক্টোবর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ