রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যৌথভাবে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকাধীন চৌধুরীছড়া নামক স্থানের কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। গত শুক্রবার দুপুরে উদ্ধারকৃত লাশটি কাপ্তাই থানা নিয়ে যায়। লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তাও জানা যায়নি। লাশটি উজান থেকে ভাসতে ভাসতে উক্ত স্থানে এসেছে বলে জানা যায়। ধারণা করা হয় উদ্ধারকৃত লাশটি উপজাতীয় ব্যাক্তির। ৫/৬ দিন পূর্বে মারা গেছ বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন গতকাল শনিবার বিকেলে জানান, কর্ণফুলী নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা পরিচয় জানার চেষ্টা অব্যাহত রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।