Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘায় নিখোঁজ কলেজছাত্র

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের বাসিন্দা ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম নিখোঁজ হয়েছে। গতকাল সকালে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী পদ্মা নদী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, রাকিবুল ইসলাম তার বন্ধু আইন উদ্দিন ও সাইফুল ইসলামের সাথে শখের বশে আলাদা টিনের তৈরি ডোঙ্গা নৌকা নিয়ে কালিদাসখালী এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় পদ্মায় হঠাৎ বাতাস শুরু হয়। বাতাসে ডোঙ্গা নৌকা নিয়ন্ত্রণ করতে না পেরে নদীতে ডুবে যায়। তবে দুই বন্ধু আইন উদ্দিন ও সাইফুল সাঁতরে কিনারে উঠলেও রাকিবুল সাঁতার না জানায় ডুবে যায়।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম বলে, স্থানীয়রা নৌকা ও বেড় জাল দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েও দুপুর পর্যন্ত সন্ধান মিলাতে পারেনি। তবে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ-কলেজছাত্র

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ