নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) উঠতে এবার কলকাতার আইলিগে শক্তিশালী দল নিয়ে নামছে কলকাতা মোহামেডান। গুঞ্জন উঠেছে এই মোহামেডানেই যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া! শুক্রবার কলকাতার এক দৈনিক পত্রিকা এমন খবর ছাপিয়েছে। এই খবরে পশ্চিমবঙ্গতো বটেই আলোড়ন তুলেছে বাংলাদেশের মিডিয়াতেও। জামাল ভূইয়া বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরি বলেন,‘ জামাল ভূইয়া আমাদের নিবন্ধিত ফুটবলার। সে আমাদের দলেই খেলবে।’ কলকাতার পত্রিকার খবর দেখে সাইফ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জামালের সঙ্গে যোগাযোগ করলে সূত্র জানায় জামাল ভূইয়া তাদের বলেছেন, কলকাতার ক্লাবের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ’ জামাল ভূইয়া এখন ডেনমার্কে রয়েছেন। ঢাকা থেকে গণমাধ্যমকর্মীরা জামালের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন,‘ জামাল ভূইয়ার সঙ্গে আমাদের কথা বার্তা চলছে। কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে জানাব।’ ২৮ অক্টোবর ডেনমার্ক থেকে ঢাকায় রওয়ানা হবেন জামাল ভূঁইয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।