Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তায়কোয়ান্ডোর সেরাও আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৭:৪১ পিএম

দেশের ক্রীড়াঙ্গণের ঘরোয়া প্রায় সব আসরেই বাংলাদেশ আনসারের আধিপত্য চোখে পড়ার মতো। এতদিন বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও এবার তায়কোয়ান্ডোতেও সেরার খেতাব জিতে নিয়েছে সার্ভিসেস দলটি। শুক্রবার মোহাম্মদপুর তায়কোয়ান্ডো ক্লাবে শেষ হওয়া দু’টি ব্যাপী মুজিববর্ষ ফেডারেশন কাপ তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় পুরুষ ও নারী দু’বিভাগে আটটি করে করে স্বর্ণ ও রুপা এবং দু’টি ব্রোঞ্জপদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হয় আনসার। তিনটি স্বর্ণ, চারটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। এ সময় আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১০টি সার্ভিসেস দলের প্রায় দেড়শ’জন তায়কোয়ান্ডোকা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ