Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আবাহনীতে ফের পর্তুগিজ কোচ লেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৭:৪০ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। এবারও তাদের লক্ষ্য লিগের শিরোপা দৌড়ে থাকা। লক্ষ্যপূরণে আবাহনীতে ফের কোচ হিসেবে যোগ দিচ্ছেন পর্তুগিজ কোচ মারিও লেমস। যিনি এর আগে গেল দু’মৌসুম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রস্তুতি শুরু করবে আবাহনী, আর ৩৪ বছর বয়সী লেমস শেষ সপ্তাহে ঢাকায় এসে দলের দায়িত্ব বুঝে নেবেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু।

এক মৌসুম আগে লেমসের অধীনে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ টুর্নামেন্টে প্রথমবারের মতো জোনাল সেমিফাইনালে খেলে আবাহনী। এছাড়া জাতীয় দলের ফিটনেস কোচ থাকাকালীন লেমসের অভিজ্ঞতা কম নয়। বাংলাদেশ ফুটবলের প্রায় সব কিছুই তার জানা।

মারিও লেমস প্রসঙ্গে রুপু বলেন, ‘আমরা লেমসকে আবারও কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। শেষ দুই মৌসুম তার অধীনে দল ভালো করেছে। এছাড়া এখানকার সবকিছুই তার চেনা-জানা। আমরা মনে করি আসন্ন মৌসুমে লেমসের অধীনে আবাহনী কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

নেপাল ম্যাচের পর জাতীয় দলের খেলোয়াড়েরা আবাহনীর ক্যাম্পে যোগ দেবে। তখনই লেমস ঢাকায় আসবেন।’ সত্যজিত দাশ রুপু যোগ করেন,‘আবাহনী সব সময়ই শিরোপা জিততে দল গঠন করে। এবারও এর ব্যতিক্রম নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ